Breaking News

মালয়েশিয়া থেকে আজ কুশমণ্ডিতে ফিরছে নূর আলম, প্রচেষ্টায় সফল বালুরঘাটের সাংসদ

সংবাদ সারাদিন, বংশীহারী : মালয়েশিয়ায় ধৃত নূর আলম আজ বাড়ি ফিরতে চলেছেন। মঙ্গলবার রাতে মালয়েশিয়ায়র কোয়ালালামপুর এয়ারপোর্ট থেকে রাত ১২:৩৫ মিনিটে দমদম এয়ারপোর্টে এসে পৌঁছান তিনি।
আজ বুধবার তেভাগা এক্সপ্রেসে রাত সাড়ে নয়াটা নাগাদ বুনিয়াদপুর স্টেশনে নামবেন নূর আলম।

মালয়েশিয়ায় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার সরকার তাঁকে গ্রেফতার করে। কিছুদিন আগে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের কাছে সাহায্য চান নূর আলমের মা। তারপরই সাংসদ বিদেশ দফতরের মাধ্যমে তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী হন। এক মাসের প্রচেষ্টায় নূর আমলকে দেশে ফেরাতে সক্ষম হলেন সাংসদ।

নূর আলমের বাড়ি কুশমণ্ডির দুর্গাপুর এলাকায়। তিনি মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন। কয়েকমাস আগেই তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়৷ এই অপরাধে সেদেশের পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল৷