Breaking News

ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি পাট ও ভুট্টার, সরকারি সাহায্যের আর্জি কুশমণ্ডির চাষিদের

সংবাদ সারাদিন, কুশমণ্ডি: ঝড়-বৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন দক্ষিণ দিনাজপুর দিনাজপুর জেলায় কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আরজি পানিশালা, শিব কৃষ্ণপুর সহ একাধিক এলাকা।

মঙ্গলবার রাতের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পাট ও ভুট্টা। এদিন কুশমণ্ডি ব্লকের ৯টি মৌজায় প্রায় ১০০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে জানান কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস।

তিনি বলেন, “গতকাল রাতে ঝড়-বৃষ্টি হওয়ায় কুশমণ্ডি ব্লকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট ও ভুট্টা চাষিরা। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

এই প্রসঙ্গে এক ভুট্টা চাষি কিনু মোহাম্মদ বলেন, “মঙ্গলবার প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ভুট্টা ও পাট নষ্ট হয়ে গিয়েছে। সরকারি সাহায্য পেলে উপকৃত হবো।”

এই প্রসঙ্গে আরও এক পাট চাষি মকুল আলী জানান, মঙ্গলবারের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পাট ও ভুট্টার। ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের।

যদিও সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস।