Breaking News

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম ও কংগ্রেসের বিক্ষোভ হরিরামপুরে

সংবাদ সারাদিন, হরিরামপুর: দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরিরামপুরে বাম ও কংগ্রেসের পালিত হল বিক্ষোভ কর্মসূচি। সারাদেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিনের বাম কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা করে পরিশেষে হরিরামপুর চৌরাস্তা এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি গাল ওয়ানে নিহত জওয়ানদের শহিদ বেদিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর এরিয়া সম্পাদক বিদ্যুৎ ঘোষ, হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম, যুবনেতা শুভ্রজিৎ দাস, আরএসপি নেতা আমিনুর রহমান, কংগ্রেসের জেলা কমিটির সম্পাদক মুত্তজার রহমান চৌধুরী এবং ব্লক সভাপতি রেজাউল ইসলাম সহ আরও অনেকে।