Breaking News

১৬৫তম হুল দিবস পালন কুশমণ্ডিতে

সংবাদ সারাদিন, কুশমণ্ডি: ১৬৫তম হুল দিবস পালন কুশমণ্ডিতে। এদিন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই হুল দিবস।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমণ্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট সোহম দাস,আদিবাসী সি ডি আর বুধু হেমব্রম সহ আরও অনেকে।

কুশমণ্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী জানান, আজ কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে হুল দিবস উপলক্ষ্যে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানুর প্রতিকৃতিতে ফুল ও মালা দেওয়া হয়।

পাশাপাশি কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এস সি সার্টিফিকেট প্রদান করা হয়।

এ প্রসঙ্গে হুল উৎসবের উদ্যোক্তা বুধু হেমব্রম জানান, ১৬৫তম সাঁওতাল বিদ্রোহ সিধু, কানু হুল দিবস উদযাপন করা হল ।