Breaking News

৮ দফা দাবিতে দ.দিনাজপুর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের ডেপুটেশন

সংবাদ সারাদিন, তপন: দক্ষিণ দিনাজপুর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান জেলা বিদ্যালয় পরিদর্শককে। মূলত চলতি শিক্ষাবর্ষে ২৫ শতাংশ সিলেবাস কমিয়ে দিতে হবে, অনলাইন ক্লাস যাতে আনন্দদায়ক হয় তার জন্য ট্রেনিং-এর ব্যবস্থা সহ মোট আট দফা দাবিকে সামনে রেখে সোমবার ডেপুটেশন প্রদান করেন তারা।

এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক নিখিল পাল বলেন, লকডাউন পরিস্থিতির ফলে ছাত্র-ছাত্রীদের উপর এর প্রভাব যথেষ্টভাবে পড়েছে।

লকডাউন এর পরবর্তী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পঠন-পাঠনের বিষয় নিয়ে এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।