Breaking News

একাধিক দাবিতে রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন বিজেপির

সংবাদ সারাদিন, রায়গঞ্জ: বাংলা আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি, পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের অভাব সহ এক গুচ্ছ দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েক হাজার বিজেপি কর্মী- সমর্থক। সোমবার বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্ব বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিল করে রায়গঞ্জের বিডিও অফিসে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ।

বিডিও অফিসের সামনে বেশকিছু সময় বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে ৯ জন প্রতিনিধি গিয়ে তাদের দাবি পত্রটি তুলে দেন রায়গঞ্জের বিডিও রাজু লামার হাতে।

এদিনের ডেপুটেশন ঘিরে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক অফিসে মোতায়েন করা হয় প্রচুর পুলিশও।

তবে তাদের দাবিগুলি মানা না হলে আগামীতে সাধারণ দুস্থ মানুষদের স্বার্থে রাস্তায় নেমে তারা আন্দোলনে নামবে বলে জানান বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।