জল ধরো জল ভরো কর্মসূচির অংশ, মানিকচকে মাছের চারা বিতরণ মৎস দপ্তরের

সংবাদ সারাদিন, পরিতোষ সরকার, মালদা : রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে জল ধরো জল ভরো কর্মসূচির অংশ হিসেবে মাছের চারা বিতরণ কর্মসূচি করল মানিকচক ব্লক প্রশাসন। আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবী মানুষদের মধ্যে মাছের চারা পোনা ও চুন বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে মৎস দপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠান করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, মৎস্য দপ্তরের আধিকারিক সুবীর পাল সহ প্রশাসনের কর্তারা।

মানিকচক ব্লক এলাকার ১২৪ জন উপভোক্তাদের হাতে ১৬০ ইউনিট মাছের চারা ও প্রত্যেককে ২০ কেজি করে চুন দেওয়া হয় প্রশাসনের তরফে। পুকুরের পরিমাপ অনুযায়ী মাছের চারা দেওয়া হয় মৎস্যজীবীদের। সকল মৎস্যজীবীদের দেশীয় প্রজাতির রুই কাতলা মৃগেল, গিলাসকাপ মাছের চারা ও চুল তুলে দেন প্রশাসনের কর্তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের আর্থিক সচ্ছলতা আনতে মাছের চারা। এই সমস্ত মাছের চারা পুকুরে চাষ করে বড় করে আর্থিক সচ্ছলতা আসবে মৎস্যজীবীদের সেই লক্ষ্যে মাছের চারা বিতরণ।

Spread the love