ইটাহারে আদিবাসী অধ্যুষিত গ্রন্থাগারে কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম প্রদান

সংবাদ সারাদিন, ইটাহার: রাজ্যের বাংলা সহায়তা প্রকল্পের আদিবাসী অধ্যুষিত এলাকার গ্রামীণ গ্রন্থাগারে বিভিন্ন অনলাইন কাজের সুবিধার্থে দুটি কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম দেওয়া হল ইটাহারে। শুক্রবার ইটাহার থানার জয়হাট অঞ্চলের চাঁকলা আদিবাসী অধ্যুষিত গ্রন্থাগারে ব্লক প্রশাসনের তরফে কম্পিউটার ও সরঞ্জাম দেওয়া হয়।

গ্রন্থাগারের আধিকারিক মনিন্দ্র নাথ মুর্মু বলেন, বাংলা সহায়তা প্রকল্পের মাধ্যমে কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম পাওয়া গিয়েছে কারণ আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ অনলাইন কাজ রেশন, আধার কার্ড সহ বিভিন্ন কাজ এখনও বুঝে উঠতে পারেনি। ফলে এই গ্রন্থাগার থেকে সরকারিভাবে সেই সব পরিষেবা দেওয়া হবে।

লকডাউনে গ্রন্থাগার বন্ধ থাকলেও কিছু দিন আগে খোলা হলেও গ্রন্থাগারে ছাত্রছাত্রীরা সহ এলাকার শতাধিক মানুষ নিত্যদিন পঠন-পাঠন করা সহ বিভিন্ন ধরনের বই পত্র দেওয়া নেওয়া হচ্ছে। ফলে গ্রন্থাগারে যারা আসেন তাদের অনেক সুবিধা হবে।

Spread the love