Breaking News

দুস্থ মহিলাদের শাড়ি বিতরণে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বালুরঘাট সদর চক্র

সংবাদ সারাদিন, বালুরঘাট: করোনা আবহে শারোদীয়া দুর্গোৎসবের প্রাক কালে অসহায় দুস্থ গরিব মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বালুরঘাট সদর চক্র কমিটি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সাড়ে তিন নং মোড়ে সমিতির কার্যালয়ে ২০০ জন দুস্থ মহিলাকে শাড়ি বিতরণ করা হয়।

এদিনের কর্মসূচিতে বালুরঘাট সদর চক্রের সম্পাদক সনাতন পাল বলেন, “করোনা আবহে লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছে। শ্রমজীবী মানুষরা ভীষণ কষ্টে আছে। আমরা সমিতি গত ভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি পুজোর এই সময়ে।”

এদিন উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ, বালুরঘাট চক্র সম্পাদক সনাতন পাল, সভাপতি রঞ্জন কুন্ডু, ধ্রুব রায়, অশোক সাহা, সুস্মিতা দাস, সৌমেন পাহান প্রমুখ।