Breaking News

কালিয়াগঞ্জ নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ উদ্বোধন

সংবাদ সারাদিন, কালিয়াগঞ্জ : করোনা পরিস্থিতিতে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইলহাট এলাকার নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

বুধবার সন্ধ্যায় ফিতা কেটে পূজার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ থানার পুলিশ আই সি সোমেন লামা। এই বছর পুজা কমিটি থিম পূজার দিকে বাড়তি নজর দিয়েছেন। তাদের থিম ‘ফন্দি করে বন্দি করো।’ তবে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পূজা হবে বলে জানিয়েছে পূজা কমেটি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক স্বপন সরকার সহ অন্যান্য বিশিষ্টজন।