Breaking News

কুশমণ্ডিতে দুস্থদের মধ্যাহ্ন ভোজন ও বস্ত্র বিতরণে বিশিষ্ট ব্যবসায়ী উত্তম সাহা

সংবাদ সারাদিন, কুশমণ্ডি : প্রতিবছর মতো এবারও দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় দুস্থ ও গরিবদের দুপুরে ভোজন ও বস্ত্র বিতরণ করলেন কুশমণ্ডির বিশিষ্ট ব্যবসায়ী উত্তম সাহা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির থানা পাড়া এলাকায় উত্তম সাহা নিজস্ব উদ‍্যাগে এদিন ১৩০ জন অসহায় দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়।

এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী উত্তম সাহা, তরুলতা সাহা, আইনজীবী অজিত সরকার, অচিন্ত সরকার সহ অনেকেই। দুপুরের আহার ও বস্ত্র পেয়ে উত্তম সাহাকে অসংখ্য ধন্যবাদ জানান দুস্থজনেরা।