Breaking News

বিসর্জনের সময় জোড়া নৌকাডুবি, মুর্শিদাবাদের বেলডাঙায় মৃত ৫

সংবাদ সারাদিন, ওয়েব ডেস্ক : বিসর্জনের সময় মুর্শিদাবাদের বেলডাঙার বিলে জোড়া নৌকাডুবি। জলে ডুবে ৫জনের মৃত্যু। দশমীর বিকেলে বেলডাঙার ডুমনিদহ বিলে পাশাপাশি ২টি নৌকা থেকে হাজরা বাড়ির প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা দুর্ঘটনা ঘটে।

দুটি নৌকায় প্রায় ৩০-৩৫জন ছিলেন। নৌকা ডুবির পর বেশিরভাগ লোকজন সাঁতার কেটে পাড়ে উঠে এলেও, নিখোঁজ ছিলেন পাঁচজন। রাতে একে একে বিলের জল থেকেই উদ্ধার হয় পাঁচজনের নিথর দেহ।

এদিন এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে বিষাদের সুর। পুলিশের প্রাথমিক অনুমান, বিসর্জনের সময় নৌকা উল্টে, কাঠামোর নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।