Breaking News

কর্মসংস্থান ও শিক্ষার পরিকাঠামোর উন্নতির দাবিতে ইটাহারে এবিভিপির বিক্ষোভ ও পথ অবরোধ

সংবাদ সারাদিন, ইটাহার : সুরক্ষিত বাংলা গড়া, কর্মসংস্থানের সুযোগ, সন্ত্রাস নয় শান্তি চাই, অবিলম্বে মুসলিম তোষণ বন্ধ ও শিক্ষার পরিকাঠামোর উন্নতির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ ইটাহারে। সোমবার দুপুরে ইটাহার চৌরাস্তা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সাময়িক অবরোধ করে বিক্ষোভ দেখায় ইটাহার ব্লক এবিভিপি ছাত্র সংগঠন।

এদিনের পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার ইউনিট সভাপতি কৌস্তব আচার্য, ইটাহার নগর সম্পাদক জয় দাস গুপ্ত, জেলা জনজাতি প্রমুখ বিপুল বর্মণ সহ অন্যান্যরা।