
সংবাদ সারাদিন, বংশীহারী: বিধান নগরে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের মারধরের অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলায় আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা।
উল্লেখ্য গত ২২শে জানুয়ারি বিধাননগর বিদ্যুৎ ভবনের সামনে একাধিক দাবীতে বিক্ষোভরত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের বিনা প্ররোচনায় মারধরের অভিযোগ ওঠে বিধান নগর থানার বিশাল পুলিশবাহিনী বিরুদ্ধে। ঘটনায় প্রায় ৩০ জন অস্থায়ী বিদ্যুৎকর্মী গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রায় ৪১জন।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর ডিভিশান ও বালুরঘাট ডিভিশানের কর্মীরা প্রতিবাদে নামেন।
পাশাপাশি এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে অবিলম্বে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের স্থায়ীকরণ ও ন্যূনতম ২১ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি জানান তারা। পাশাপাশি দাবি আদায়ের উদ্দেশ্যে আগামী ২রা ফেব্রুয়ারি ও ৩রা ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেন চুক্তিভিত্তিক কর্মী সম্মেলন মঞ্চের সদস্যরা।