পাচারের আগে ৪টি সোনালী তক্ষক সহ কালিয়াগঞ্জে গ্রেফতার ৭

সংবাদ সারাদিন, কালিয়াগঞ্জ: পাচারের আগে ৪টি বহুমূল্য সোনালী তক্ষক সমেত ৭ পাচারকারীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে কালিয়াগঞ্জের ফতেপুর এলাকা থেকে এই তক্ষক সমেত ধরা পরে পাচারকারীরা।

ধৃতরা সকলেই দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের নাম রাজেশ মির্ধা, শুশিত কুমার মণ্ডল, তাপস সরকার, সূজল সরকার, শিরেন সরকার, জতীন্দ্র নাথ কর্মকার এবং তনয় কবিরাজ। তক্ষক সমেত ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা চালু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার এদের পেশ করা হবে রায়গঞ্জ জেলা আদালতে। উদ্ধার হওয়া তক্ষকগুলো নিয়ম মেনে বনদফতরের হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু করেছে কালিয়াগঞ্জ থানা।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে এই তক্ষক পাচারচক্রে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের যোগ মিলেছে।তক্ষকগুলিকে জেলা বন দফতরের হাতে তুলে দেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও বনদফরত ঘটনার তদন্তে নেমেছে।

Spread the love