ভোট প্রচারে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্ম বিভাজনের রাজনীতি করছে গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের

সংবাদ সারাদিন, গঙ্গারামপুর: তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে চারটি পাকিস্তান বানাবে। ভোটারদের সামনে এরকমই প্রচার করছেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। ভোট প্রচারের নামে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মের বিভাজনের রাজনীতি করছেন বিজেপির প্রার্থী। ঠিক এমনটাই অভিযোগ তৃণমূলের। এনিয়ে তৃণমূলের পক্ষ থেকে জেলার নির্বাচন দফতরের কাছে অনলাইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সেই ভিডিও সামনে আসতেই শুক্রবার গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী গৌতম দাস এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, ধর্ম বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এতদিন যে সংস্কৃতি ও সৌহার্দ্য বজায় ছিল জেলায়, তা ধ্বংস করছে বিজেপির ধর্মীয় মেরুকরণ রাজনীতি।

অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের বক্তব্য তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলেছে তারা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে চারটি পাকিস্তান বানানোর ক্ষমতা আছে। সে কথাই মানুষের সামনে নিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী এখানে ধর্মীয় মেরুকরণের কোনও প্রশ্ন নেই।

Spread the love