Breaking News

ইটাহারে গামারী নদীর খাড়ির উপর সেতু ও স্লুইচ গেটের পুননির্মাণের শিলান্যাস

সংবাদ সারাদিন, ইটাহার: গামারী নদীর খাড়ির উপর সেতু ও স্লুইচ গেটের পুননির্মাণের কাজের শিলান্যাস করা হল ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লকের ঘেড়া ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে ও নারকেল ফাঁটিয়ে পুননির্মাণের কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। জানা যায়, ইটাহার ব্লকের গুলন্দর ১ নম্বর অঞ্চলের […]