সংবাদ সারাদিন, কুশমণ্ডি : দ.দিনাজপুরে জেলার কুশমণ্ডি ব্লকের ৫নং দেউল গ্ৰাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায় বাৎসরিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২৩ তারিখে। সোমবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। ফাইনালে পরস্পরের মখোমুখি হয় কালিয়াগঞ্জ ও ইটাহার এই দুটি ফুটবল দল। মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে জয়ী হয় ইটাহার। এদিন খেলাধূলায় […]