হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল

সংবাদ সারাদিন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলার ১৯ দশকের জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল। মঙ্গলবার ভোর ৩ টি ৫১ নিনিটে দিল্লীর একটি বেসরকারি নার্সিং হোমে মারা যান তিনি। মৃত্যু কালে তাপস পালের বয়স হয়েছিল ৬১ বছর। তাপস পালের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টালিগঞ্জ।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি মুম্বই গিয়েছিলেন তাপস পাল। সেখানে মেয়ের সঙ্গে দেখা করে ফেরার কথা ছিল গত ২ ফেব্রুয়ারি। কলকাতা ফেরার বিমান ধরার আগেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি নার্সিং হোমে ভরতি করা হয়। সেই থেকে তিনি নার্সিং হোমেই ছিলেন। আজ ভোরে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলার উনিশের দশকের জনপ্রিয় বাংলা অভিনেতা তাপস পাল।

তাপস পাল অভিনত প্রথম ছবি দাদার কীর্তিতে অভিনয় করেন ২২ বছর বয়সে। সেই থেকেই শুরু অভিনয়৷ এরপর গুরুদক্ষিণা, মঙ্গলদ্বিপের মত একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

এছাড়াও ২০১৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। তৃণমূলের টিকিটে জয়ী হয় সাংসদ নির্বাচিত হন তাপস পাল। তাপস পালের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া থেকে বাঙালিরা।

Spread the love