একাধিক ঘটনার প্রতিবাদ ও ‘বাংলায় গণতন্ত্র বাঁচাও’এর দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ বালুরঘাটে

সংবাদ সারাদিন, বালুরঘাট: রাজ্যে রোজ কোথাও না কোথাও বিজেপি কর্মীর উপর হামলা হচ্ছে। খুন হচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাই এর প্রতিবাদে রবিবার সকালে বালুরঘাট জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি। এদিন মূলত গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও-এর দাবিতেই অবস্থান বিক্ষোভে বসে তারা। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

১৯৪৬ সালের ১৬ই অগাষ্ট কলকাতায় হিন্দু গণহত্যা হয়েছিল, সেই উপলক্ষ্যে ‘বাংলায় গণতন্ত্র বাঁচাও’ অবস্থান বিক্ষোভে সামিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন রবিবার সকাল থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে দীর্ঘ সময় ধরে বিজেপির কার্যকর্তারা অবস্থান বিক্ষোভ করেন।

বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মণ জানান, রাজ্যে গণতন্ত্র নেই, গতকাল খানাকুলে এক বিজেপি কর্মী খুন হন। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলার দু’জন মহিলাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় এখনও পুলিশ সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। হেমতাবাদের বিধায়ক খুনের ঘটনাতেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ। এই সব কিছুর প্রতিবাদ জানিয়ে আজ বিজেপির অবস্থান বিক্ষোভ।

Spread the love