কাজ করিয়ে নিয়ে যথাযথ পারিশ্রমিক দেয়নি ঠিকাদার, কুশমণ্ডিতে শ্রম দফতরে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের

সংবাদ সারাদিন, কুশমণ্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ‍্যে নিয়ে গিয়ে কাজ করিয়ে ঠিকমত পারিশ্রমিক দেয়নি ঠিকাদার। ফলে মালদার ঠিকাদার প্রতাপ সিং (পম্পা)-এর বিরুদ্ধে কুশুমণ্ডি ব্লকের শ্রম দফতর অফিসে অভিযোগ জানাল পরিযায়ী শ্রমিকরা।

এ প্রসঙ্গে এক পরিযায়ী শ্রমিক বলেন, “আমাদের ভিন রাজ্যে নিয়ে গিয়ে কাজ করিয়ে টাকা দেয়নি ঠিকাদার। তাই আজ পরিযায়ী শ্রমিকদের পরিশ্রমের টাকা ফেরতের দাবি সহ ওই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানালাম কুশমণ্ডি ব্লকের শ্রম দফতর অফিস আধিকারিক সৈকত সিকদারের কাছে।”

এদিকে পরিযায়ী শ্রমিকদের টাকা ফেরতের আশ্বাস দেন কুশমণ্ডি ব্লকে শ্রম দফতরের আধিকারিক।

তিনি বলেন, “এই বিষয়ে আমার একটা অভিযোগ পেয়েছি। ঠিকাদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে গিয়ে কাজ করিয়ে নিয়ে ঠিকমত টাকা দেয়নি। অবিলম্বে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।”

Spread the love