Breaking News

৫ দফা দাবিতে মানিকচক ব্লক অফিসে সিএফ কর্মীদের ডেপুটেশন

সংবাদ সারাদিন, মানিকচক : পাঁচ দফা দাবিতে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন সিএফ কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দাবি-দাওয়ার স্মারকলিপি তুলে দেন সিএফ কর্মীরা। মানিকচক ব্লকের অন্তর্গত ১১টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে ১০০ জন সিএফ কর্মী। এদিন সকল কর্মী উপস্থিত হয় ব্লক প্রশাসনের দপ্তরের সামনে। নিজেদের দাবি-দাওয়ার প্ল্যাকার্ড হাতে অবস্থানের পর একটি প্রতিনিধি দল বিডিও জয় আমেদ এর হাতে তাদের দাবি পত্র তুলে দেন।

মূলত তাদের দাবিগুলো হল, মাসে ৩০ দিন কাজ দিতে হবে, সাম্মানিক ভাতা বৃদ্ধি করতে হবে, সিএফ কর্মীদের বীমার আওতায় আনতে হবে, এসমস্ত দাবিদাবাকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করে সিএফ কর্মীরা।