মালদায় বিজেপি মণ্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান

সংবাদ সারাদিন, মালদা: মালদায় প্রকাশ্যে শুট আউট। বিজেপির মণ্ডল সভাপতিকে গুলি করে খুনের চেষ্টা । ঘটনায় চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায় । অভিযোগের তির তৃণমূলের দিকে । তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ছেলে প্রকাশ্যে গুলি চালায় বলে অভিযোগ ।

রাজনৈতিক কর্মসূচি সেড়ে বাড়ি ফেরার পথে বিজেপির মন্ডল সভাপতি সাদেক আলী কে গুলি করে খুনের চেষ্টা । চলন্ত গাড়িতে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । বেশ কয়েকটি গুলি গাড়িতে লাগে । তবে অল্পের জন্য রক্ষা পায় সাদেক আলী । তার বাম হাতে গুলি লাগে । স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এলে এলাকা থেকে পালাই দুষ্কৃতীরা । আহত অবস্থায় উদ্ধার করে সাদেক আলী কে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ।পুকুরিয়া থানার শ্রীপুর ওয়ান শ্রীপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির উত্থানের কারিগর হলেন সাদেক আলী । অভিযোগ বিজেপি করায় সাদেক আলী কে এর আগেও বেশ কয়েকবার খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা । সাদেক আলী ও তার আত্মীয়দের অভিযোগ সামসি থেকে রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে শ্রীপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামী মোহাম্মদ আলী ও তার ছেলে আসিফ আলি সহ বেশ কয়েকজন রাস্তা ঘিরে ধরে । মুহূর্তের মধ্যেই বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সাদেক আলীর উপর । একটি গুলি তার বাম হাতে লাগে । বেশ কয়েকটি গুলি লাগে গাড়িতেও । জেলা বিজেপির কার্যকারী সম্পাদক অজয় গাঙ্গুলী জানান পুকুরিয়া থানা এলাকায় বিজেপি ভালো ফল করবে । আর ঠিক এই কারণেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে আন্দোলনের পথে নামবেন বলেও তিনি হুশিয়ারি দেন । যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Spread the love