Breaking News

বালুরঘাট টাউন ক্লাব পরিচালিত ফুটবল কোচিং ক্যাম্পের বর্ষপূর্তি

সংবাদ সারাদিন, বালুরঘাট : ফুটবল কোচিং ক্যাম্পের বর্ষপূর্তিতে আনন্দে মাতলো খুদে প্রশিক্ষণার্থীরা। বালুরঘাট শহরের টাউন ক্লাবের উদ্যোগে গত বছর থেকে খুদে ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং ক্যাম্প শুরু হয়। রবিবার ক্যাম্পের বর্ষপূর্তিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক কৌশিক ঘোষ সহ অন্যান্যরা।

এই বিষয়ে টাউন ক্লাবের ফুটবল সম্পাদক শুভজিৎ দাস বলেন, বর্তমানে এই কোচিং ক্যাম্পে কুড়ি জন প্রশিক্ষণার্থী রয়েছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আগামী দিনের সংস্থাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাবার সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।