হিন্দি ভার্ষি মানুষদের নিয়ে তৃণমূলের সভা করণদিঘিতে

সংবাদ সারাদিন, করণদিঘি: হিন্দি ভার্ষি সঙ্গ দিদি। এই বার্তাকে সামনে রেখে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার হিন্দি ভার্ষি মানুষদের নিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে সভার আয়োজন করা হল। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্য বিধানসভা ভোটের ঘোষণা করেছে। সেই মতাবেক এদিন হিন্দি ভার্ষি মানুষদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি তথা করণদিঘির বিধানসভার প্রার্থী গৌতম পাল। তিনি বলেন, “দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী জাতী ধর্ম নির্বিশেষে রাজ্যের মানুষদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। যা নজির বিহীন। তাই হিন্দি ভার্ষি মানুষদের কাছে আবেদন করে এই জনমুখী প্রকল্প যাতে বন্ধ না হয় সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী করতে হবে। এদিন সভায় হিন্দি ভার্ষি মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।”

Spread the love