মুখ্যমন্ত্রী বলছেন চারটে রাজধানী ও নেতারা বলছেন রাজ্যকে ৪টি পাকিস্তান করতে হবে হরিরামপুরে মন্তব্য শুভেন্দু অধিকারী

সংবাদ সারাদিন, হরিরামপুর: মাননীয়া বলছেন চারটে রাজধানী করতে হবে। মুখ্যমন্ত্রীর নেতারা বলছেন রাজ্যকে চারটি পাকিস্তান করতে হবে। আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বলছেন তপশিলি সম্প্রদায়ের মানুষের স্বভাবটা ভিখারির মত। রবিবার বিকেলে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের হয়ে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিকেলে হরিরামপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে বিজেপির বিরাট সভা আয়োজিত হয়। সভায় মূল বক্তা শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়, বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মণ, হরিরামপুরের বিজেপি নেতা শুভাশিস পাল সহ অন্যান্যরা। এদিনের এই সভায় তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় শতাধিক কর্মীরা বিজেপিতে যোগদান করেন। সভায় যোগদানের পরই তৃণমূল সুপ্রিমোকে একাধিক ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

এদিকে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় মন্তব্য করেন, সিভিক ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তাহলে তাদের গাছে বেঁধে রাখার নিদান দেন দলীয় কর্মীদের। রাত দুটো হলেও তাদের গাছে বাঁধে রেখে তাঁকে খবর দিতে, রাত দুটো হলেও তিনি সেখানে চলে যাবেন। এবং এর ব্যবস্থা করবেন।

Spread the love