সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক রায়গঞ্জ খলসি গ্রামের বাসিন্দারা

সংবাদ সারাদিন, রায়গঞ্জ: সেতু দাও ভোট নাও এই দাবিতে আজ ভোট বয়কটের ডাক দিয়েছে খলসি গ্রামের বাসিন্দারা। হেমতাবাদ বিধানসভা শেরপুর লাইন পাড়া বুথ নং ১২৯/ ১২৯A , ১০৯৮ ভোটার আজ খলসি সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে বাসিন্দারা। রায়গঞ্জ শহর সংলগ্ন খলসি গ্রাম। শহরের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। এই কুলিক নদী খলসি, মেহেন্দিগ্রাম, শেরপুর, দক্ষিণ শেরপুর, খোকসা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। শুখা মরশুমে বাশের সাঁকো দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষার সময় নদীর জলস্ফীতি ঘটলেই এই এলাকার মানুষকে ঘুর পথে রায়গঞ্জ শহরে আসতে বাধ্য হয়।

রায়গঞ্জ থেকে খলসির দূরত্ব মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার। বর্ষার সময় বিন্দোল হয়ে তাদের শহরে আসতে হয়। যার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ভোট আসে ভোট যায়। ভোট এলেই রাজনৈতিক দলের নেতারা খলসি সেতু তৈরির প্রতিশ্রুতি দেয়। ভোট চলে যাবার পর সেতু তৈরিতে কেউ উদ্যোগ নেয় না।
তাই আজ গ্রামবাসিরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

Spread the love