ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত মানিকচক

সংবাদ সারাদিন, মালদা: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত মানিকচকের নুরপুর।ভোট-পরবর্তী হিংসায় জড়ালো তৃণমূল এবং জোট সমর্থকরা। বিবাদের জেরে দুইজন তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপানোর অভিযোগের তির সংযুক্ত মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের নুরপুর অঞ্চলের খুমারী এলাকায়।

তৃণমূলের অভিযোগ, সংযুক্ত মোর্চা ও বিজেপি একজোট হয়ে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। হামলায় গুরুতর আহত দুইজন তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মী মোহাম্মদ এমামুল ও মোহাম্মদ আমরু। ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে আঘাত গুরুতর থাকায় আহত মোহাম্মদ এমামুলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তৃণমূলের অভিযোগ, গতকাল ভোট গ্রহণ শেষ হবার পর থেকে সংযুক্ত মোর্চা ও বিজেপি একজোট হয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এই বিষয়ে গতকাল রাতে মানিকচক থানার লিখিত অভিযোগ করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে। যদি অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত মোর্চার নেতৃত্বরা।

Spread the love