করোনা সংক্রমণ প্রতিরোধে কালিয়াগঞ্জ পুর প্রসাশনের উদ্যোগে রাস্তা স্যানিটাইজ

সংবাদ সারাদিন, কালিয়াগঞ্জ: করোনা সংক্রমণ প্রতিরোধে জোরকদমে রাস্তা স্যানিটাইজেশন শুরু হল কালিয়াগঞ্জ পুর প্রসাশনের উদ্যোগে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মহামারী পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে প্রচার অভিযান চালাল কালিয়াগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সমগ্র রাজ্য তথা উত্তর দিনাজপুরে। বিধি মেনে আংশিক লকডাউন জারি করেছে রাজ্য সরকার। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১০০০০ ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯৪ জন এবং মৃত্যু হয়েছে চার জনের। পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হারও। আতঙ্কের এই পরিবেশে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে মানুষের মনে।

এদিন কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে ভাইরাস মুক্ত করতে স্যানিটাইজার স্প্রে করা হয়। শহরের ডাকবাংলা রোড, হাসপাতাল পাড়া, শেঠ কলোনী ও মহেন্দ্রগঞ্জ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে স্যানিটাইজ করে পুরসভার কর্মীরা। এর পাশাপাশি মানুষ যাতে আতঙ্কিত না হয় এবং করোনা বিধি মেনে চলেন। তার জন্য জোর প্রচার করা হয় পুরসভার তরফে।

Spread the love