অক্সিজেনের প্লান্ট বসানোর কাজ শুরু ইসলামপুর হাসপাতালে

সংবাদ সারাদিন, ইসলামপুর: করোনা আবহের কারণে দেশ জুড়ে অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে। এবারে অক্সিজেনের সমস্যা দূর করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল ও এলাকার বাসিন্দারা। হাসপাতাল ক্যাম্পাসের পিছন দিকে এই প্লান্ট বসানো হচ্ছে। এর জন্য নির্মাণ কাজ চলছে। চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই টিম এসে সামগ্রিক বিষয় পরিদর্শন করবেন। তারপর যন্ত্রপাতি বসানোর কাজ হবে। এই প্লান্টে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে বলে জানা গেছে।
 
ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বলেন, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে। স্বাস্থ্যদফতর থেকে এই কাজ হচ্ছে। জেলাশাসকের নির্দেশে আমি বিষয়টি দেখছি। পরিদর্শনে গিয়েছিলাম। জোরকদমে নির্মাণকাজ চলছে। চলতি মাসেই কাজ শেষ করে সামনের মাস থেকেই এখানে অক্সিজেন উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। এটি সত্যিই একটি সরকারের অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Spread the love