চোপড়ার সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বাড়ি ফিরল উত্তর প্রদেশের নিখোঁজ ব্যক্তি

সংবাদ সারাদিন, চোপড়া: সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পাঁচ মাস আগে উত্তর প্রদেশ থেকে নিখোঁজ এক ব্যক্তি অবশেষে বাড়ি ফেরাল। ওই ব্যক্তির নাম রামজিত গিরি। বয়স পঁয়ষট্টি। বাড়ি উত্তর প্রদেশের ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিখোঁজ হন। তারপর তার পরিবারের তরফে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করা হয় এবং দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট থানার পুলিশ ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার কোন খোঁজ পাননি। অবশেষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনির হাট সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় বিএসএফ ওই ব্যক্তিকে দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ করে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং পরবর্তীতে বিএসএফ তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে। এরপর চোপড়া থানার পুলিশের সহযোগিতায় বিএসএফ বুধবার রামজিত গিরির পরিবারের সদস্যদের হাতে তাকে তুলে দেন। হারিয়ে যাওয়া পরিজনকে খুজে পেয়ে খুশি রামজিত গিরির লোকেরা।পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

Spread the love