সরকারি নির্দেশিকা পরেও বালুরঘাট পৌর হাসপাতাল থেকে ক্লাব সদস্যদের দেওয়া হচ্ছে না ভ্যাকসিন, হয়রানির অভিযোগ

সংবাদ সারাদিন, বালুরঘাট: সরকারি নির্দেশিকা পরেও বালুরঘাটে বিজেপি মোড় এলাকার পৌর হাসপাতাল থেকে ক্লাব সদস্যদের দেওয়া হচ্ছে না ভ্যাকসিন। যারা ভ্যাকসিন নিতে আসে তাদেরকে হয়রানি মুখে পড়তে হচ্ছে বলেই অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি সামনে আসতেই উত্তেজনা ছড়ায় বালুরঘাট বিজেপি মোড় এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে খবর পেয়ে পুরনো ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুজয় সাহা অন্যান্যরা ঘটনাস্থলে আসেন।

তাদের অভিযোগ যে সরকারি নির্দেশিকা পরও কেন ক্লাব সদস্যদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এনিয়ে কেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অথচ বালুরঘাট স্টেডিয়াম ও খাসপুর গ্রামীণ হাসপাতাল থেকে ক্লাব সদস্যদের দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। প্রসঙ্গত বিভিন্ন ক্লাব ও করোনা মোকাবেলায় সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ক্লাব। তাই এইসব ক্লাবের সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

Spread the love