কালিয়াগঞ্জে কর্মহীন যাত্রী পরিবহণ শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান আইএনটিটিইউসির

সংবাদ সারাদিন, কালিয়াগঞ্জ: কোভিড আবহে গাড়ি চলাচল বন্ধ থাকায় কর্মহীন যাত্রী পরিবহণ শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শাখা। বুধবার কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আইএনটিটিইউসির যাত্রী পরিবহণ শ্রমিক সংগঠনের কালিয়াগঞ্জ শাখার সভাপতি সজল সাহার নেতৃত্বে এই খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ, পুরপ্রশাসক শচীন সিংহরায়, প্রশাসক মণ্ডলীর সদস্যরা এবং শহর তৃণমূলের আইনজীবী নেতা সুজিত সরকার প্রমুখ। এদিন আইএনটিটিইউসির উদ্যোগে কালিয়াগঞ্জের ৩০০ জন যাত্রী পরিবহণ শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে আইএনটিটিইউসির যাত্রী পরিবহণ শ্রমিক সংগঠনের কালিয়াগঞ্জ শাখার সভাপতি সজল সাহা জানান, কোভিড অতিমারি আবহে সরকারি বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে আছে গণ পরিবহন ব্যবস্থা। ফলে কর্মহীন অবস্থায় কালিয়াগঞ্জের বাস, মিনিবাস, ট্রেকার চালক, কন্ডাক্টর এবং খালাসিরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এই যাত্রী পরিবহণ শ্রমিক ও তাদের পরিবারের কথা মাথায় রেখে আইএনটিটিইউসির তরফে এই খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হল। সংগঠনের এই প্রচেষ্টা সফল করতে সহযোগিতা করেছেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ ও কালিয়াগঞ্জ পুরসভা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কোন বিপদে এভাবেই যাত্রী পরিবহণ শ্রমিকদের পাশে থাকবে সংগঠন বলে জানান আইএনটিটিইউসি নেতা সজল সাহা।

Spread the love