ডালখোলা বাইপাস রোডের রেল লাইনের ওপরে শুরু ব্রিজ নির্মাণের কাজ

সংবাদ সারাদিন, ডালখোলা: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাস রোডের রেল লাইনের ওপরে ব্রিজ নির্মাণের কাজ শুরু হল বৃহস্পতিবার। কয়েক বছর থেকে ডালখোলা বাইপাস নির্মাণের কাজ চলছে। হরিপুর থেকে পূর্নীয়া মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিমি বাইপাস তৈরি হচ্ছে।

কিন্ত এর মাঝে রয়েছে রেল লাইন। রেল লাইনের দুই পাশেই সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ। এখন শুধু অপেক্ষা রেল লাইনের ওপরের ব্রিজ নির্মাণ। এই নির্মাণ শেষ হলেই দুই পাশের সড়ক যুক্ত হবে। এদিন রেল লাইনের ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই ব্রিজের জন্য ধাতুর ফ্রেম আগেই তৈরি করা হয়েছে। এখন ক্রেনের সাহায্যে সেগুলিকে ওপরে তুলে বসানো হচ্ছে।

নির্মাণকারী সংস্থা সূত্রে জানা গেছে, এই কাজের জন্য চার দিন সময় লাগবে। বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত কাজ চলবে। কাজ চলাকালীন রেল চলাচল বন্ধ থাকবে। সম্পূর্ণ কাজ শেষ হতে আরও তিন মাস সময় লাগবে বলে জানান কাজের বরাদ্দ পাওয়া নির্মাণকারী সংস্থার আধিকারিক সন্দীপ কুমার।

Spread the love