প্রাপ্ত নম্বরে অসন্তোষ, রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ

সংবাদ সারাদিন, রায়গঞ্জ : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, কিন্তু প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হয়নি ছাত্রছাত্রীরা। তাই এবার নম্বর বৃদ্ধির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীীনগর কৈলাসচন্দ্র রাধারাণী উচ্চ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা। এই অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

সূত্র মারফত জানা গেছে, এদিন স্কুল খুলতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরে সন্তুষ্ট না হয়ে বিদ্যালয়ে ভিড় করে পাস করে যাওয়া একদল পড়ুয়া। তাই নম্বর বৃদ্ধির দাবিতে স্কুলে গেলেও স্কুল কর্তৃপক্ষ জানায় তারা ই-মেইল করবে। কিন্তু নম্বর বাড়বে কি না, তা জানাতে পারে নি। তাই এই পথ অবরোধ।’ বিব্রত সরকার নামের ছাত্রের দাবি, ‘আমরা চাই পরীক্ষা হোক। সবার জন্য পরীক্ষা হোক। নইলে আমাদের নম্বর বৃদ্ধি করা হোক। যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হচ্ছে, ততক্ষণ এই অবরোধ চলবে।’

এবিষয়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, পাশ করে যাওয়া একদল পড়ুয়া বিদ্যালয়ে এসে নম্বর বাড়ানোর জন্য ঝামেলা তৈরি করতে চায়। তখন তাদেরকে বুঝিয়ে সুজিয়ে ফেরত পাঠানো হয়। তবুও ওদের দাবি বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট মহল জানানো হবে বলে ওদেরকে জানানো হয়। তারপর বিদ্যালয়ের বাইরে কি হচ্ছে, তা জানি না।’

এদিকে এই অবরোধের ফলে জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট। আটকে পড়ে বহু গাড়ি, মোটর সাইকেল, সাইকেল, টোটো, বাস, লরি। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। তারা ছাত্র ছাত্রীদের কথা বলে। ছাত্র ছাত্রী দের পক্ষে পূজা সরকার জানায়, ‘পুলিশের কথা মত আগামীকাল আমরা স্কুলে লিখিত আবেদন জমা দেব এবং আগামী ২৯ তারিখ জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করব।’

Spread the love