হাতছাড়া বিজেপি ও ফরওয়ার্ড ব্লক, গোয়ালপোখর কানকি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল

সংবাদ সারাদিন, গোয়ালপোখর: কানকি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকের কানকি গ্রাম পঞ্চায়েত বিজেপি ও ফরওয়ার্ড ব্লক জোট করে পঞ্চায়েত গঠন করে। ২০১৮ সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০টি গ্রাম পঞ্চায়েত দখল করে। এক মাত্র কানকি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয়ে যায়। বিজেপি ও ফরওয়ার্ড ব্লক জোট করে পঞ্চায়েত গঠন করে। কানকি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২০ জন। বিজেপি ৭, তৃণমূল কংগ্রেস ৩ , ফরওয়ার্ড ব্লক ৪, সিপিএম ৩, কংগ্রেস ২, এবং নির্দল ১ টি আসন পায়। বিজেপির ৭ জন সদস্য বাদ দিয়ে বৃহস্পতিবার ১৩ জন সদস্যকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সাহিদ সিদ্দিকী জানিয়েছেন, কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আকবর হোসেন তিনি নিজেই তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন যে তিনি পঞ্চায়েত চালাতে পারবেন না। তার কারণেই আজকে তৃণমূল কংগ্রেসের সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবং মোট ১৩ জন সদস্যকে নিয়ে কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করা হয়। কানকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য নাজিয়া হাসিবকে প্রধান করা হয়। এর ফলে কানকি গ্রাম পঞ্চায়েতে অনেক উন্নয়নের কাজ করা যাবে বলে জানান তিনি।

Spread the love