পাকা রাস্তার দাবিতে তপনে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদ সারাদিন, তপন: পাকা রাস্তার দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৯ নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের কামদেববাটিতে।

গ্রামবাসীদের অভিযোগ, আউটিনা গ্রাম পঞ্চায়েতের কামদেববাটির তালপুকুর থেকে গুংশুপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা এবং বেহাল দশায় পড়ে রয়েছে। বর্ষার শুরুতে ওই রাস্তায় কাদা এবং খাল গর্তে ভরে যায়। ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীদের। বৃষ্টি হলেই গর্ভবতী মহিলা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের ওই রাস্তা দিয়ে চলাফেরা প্রায় দুষ্কর হয়ে পড়ে। মেম্বার বা প্রধানকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরই প্রতিবাদে এবং পাকা রাস্তার দাবিতে এদিন ওই কাদাময় বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই রাস্তাটি পাকা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আগেই জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ হলেই খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানান।

Spread the love