নিয়োগের দাবিতে ফের বালুরঘাটে বিক্ষোভ টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের

সংবাদ সারাদিন, বালুরঘাট: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বা আশ্বাস মত প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগের দাবিতে ফের দক্ষিণ দিনাজপুরের বিক্ষোভ ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের। বুধবার দুপুরে বালুরঘাটে অবস্থিত জেলাশাসক ভবনের সামনে বিক্ষোভ দেখান এবং পরে ডেপুটেশন দেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগ করবেন। বর্তমানে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আবেদন দেওয়া প্রতিশ্রুতি মত এবার তাদের নিয়োগ করা হোক। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১০০ জন এমন চাকরি পদপ্রার্থী রয়েছেন। তাদের নিয়োগের দাবিতে তারা সরব হয়েছেন। এদিকে গত মাসের শেষে একই দাবিতে ডিপিএসসিতে ডিআইকে ডেপুটেশন দেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশো পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছিলেন৷ পাশ করাদের ইন্টারভিউও হয়। ইন্টারভিউয়ে ডাকা হলেও সকলে চাকরি পাননি। অনেকেই নট ইনক্লুডেড রয়েছেন। গত বছর শেষের দিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নট ইনক্লুডেডদের চাকরি দেওয়ার। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও এখনও তাদের নিয়োগ করা হয়নি। তাই তাদের দ্রুত নিয়োগের দাবিতে এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ২০১৪ টেট কোয়ালিফাইড ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চ। এবং পরে তারা জেলা শাসককে ডেপুটেশন দেন। তাদের দ্রুত নিয়োগ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বিক্ষোভকারী শুক্লা হালদার সহ অন্যান্য আন্দোলনকারীরা জানিয়েছেন। তাদের সাফ দাবি মুখ্যমন্ত্রীর ঘোষণা মত নিয়োগ না করলে তারা আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন।

Spread the love