অবশেষে গ্যান্দ্রাপাড়ায় বন দফতরের পাতা খাচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ

সংবাদ সারাদিন, গ্যান্দ্রাপাড়া: অবশেষে বন দফতরের পাতা খাচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। গ্যান্দ্রাপাড়া চা বাগানের ২০ নং সেকশনে বন দফতরের পাতা খাচায় ধরা পরে পূর্ণবয়স্ক স্ত্রী চিতা বাঘটি। কিছু দিন আগে গ্যান্দ্রাপাড়া চা বাগানে চিতা বাঘটিকে ঘোরাফেরা করতে দেখতে পেয়েছিল গানের কর্মীরা। চিতা বাঘের সেই ভিডিও ক্যামেরা বন্দি করেন তারা। আর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাগানজুড়ে।

এরপর এই বাগানের তর সে তোর কাছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কাছে আবেদন জানানো হয়, বাঘ ধরার খাঁচা পাতবার জন্য। বন দফতরের তরফে ছাগলের টপ দিয়ে পাতা হয় খাঁচা আর তাতেই শনিবার গভীর রাতে ধরা পরে। রাতের বেলা বাগানের শ্রমিকরা চিতা বাঘের হুংকার শুনতে পায়, এরপর বিষয়টি কর্তৃপক্ষকে খবর দিলে। তারা সেই খাঁচার কাছে গিয়ে দেখতে পান খাচায় ধরা পরেছে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। চিতাবাঘ টিকে উদ্ধার করে ভোররাতে পাঠানো হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে।

Spread the love