রাস্তা সংস্কারের দাবিতে রামগঞ্জে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ বাসিন্দা সহ টোটো চালকদের

সংবাদ সারাদিন, ইসলামপুর: রাস্তা সংস্কারের দাবিতে বুধবার উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দা ও টোটো চালকরা। অভিযোগ দীর্ঘদিন ধরে রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে রামগঞ্জ বাজার যাওয়ার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বৃষ্টির জলে রাস্তার মধ্যে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে মাঝেমধ্যেই বড়সড় দুর্ঘটনার মুখে পরতে হয় সাধারণ মানুষ ও গাড়ি চালকদের। বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বাধ্য হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে।

অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। তাদের বোঝান যে রাস্তা সংস্কার হবে। এরপর আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। এরপর যানজট মুক্ত হয়। এবং জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়।

Spread the love