রাস্তার দাবিতে মহকুমা শাসকে দ্বারস্থ হলেন ক্ষুব্ধ বংশীহারীবাসী

সংবাদ সারাদিন, বংশীহারী: বুধবার বিকেলে রাস্তার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুধু বিক্ষোভ নয় এনিয়ে বুনিয়াদপুরে মিছিল করে গ্রামের শতাধিক মানুষ। একাধিকবার রাস্তার দাবি প্রশাসনের নীচুস্তরে জানিয়েও কোন লাভ হয়নি৷ তাই এবার রাস্তার দাবিতে সরাসরি মহকুমা শাসকের দ্বারস্থ গ্রামবাসীরা। এর আগে একাধিকবার এলাকার রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ ডেপুটেশন সবকিছুই হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর থেকে আঙ্গরুল পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা আজও মাটির রাস্তা। এই ৫ কিলোমিটার রাস্তায় অন্ততপক্ষে পাঁচটি গ্রাম রয়েছে। প্রতিবার বর্ষায় গ্রামবাসীদের পথ চলাচল, স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি সাইকেল রিক্সা ভ্যান ও বন্ধ করতে বাধ্য হন কাদার জন্য। এর আগে রসুলপুর ও আঙ্গরুলের বাসিন্দারা একাধিকবার আন্দোলন করেছেন। ডেপুটেশন দিয়েছেন ব্লক স্তর ও পঞ্চায়েত স্তরে। কিন্তু কাজের কাজ হয়নি। এবার তাই সরাসরি মহকুমা শাসকের অফিসে। বুধবার দুপুরে প্রায় শ’খানেক গ্রামবাসী মিছিল করে এসে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান এবং রাস্তা সরানোর দাবি তোলেন। যদিও এবিষয়ে গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ গ্রামবাসীদের সমস্যার কথা মেনে নিয়েছেন। পাড়ায় সমাধান স্কিমের মধ্যে ফেলা হয়েছে এই রাস্তাটিকে বলে তিনি জানান এবং দ্রুত এই রাস্তা পাকা রাস্তা তৈরি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।

Spread the love