সংবাদ সারাদিন, বনগাঁ: বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ প্রবেশ করল ভারতে। বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল ভারতে পাঠানো হবে পদ্মার ইলিশ। ঠিক সেই মতই বুধবার সন্ধ্যায় বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ প্রথম প্রবেশ করে ভারতে। আজ পরবর্তীতে মোট ১১ ট্রাক ইলিশ ভারতে প্রবেশ করার কথা রয়েছে। পুজোর আগে বাঙালির পাতে উঠবে এই পদ্মার ইলিশ। দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারের অনুমোদন পাওয়া দুই হাজার ৮০ মেট্রিক টন রপ্তানির প্রথম চালান ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ ভারতে এলো। বুধবার সন্ধ্যা নাগাদ এই মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহারস্বরূপ ইলিশ মাছ দিয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এবার এর প্রায় দ্বিগুণ ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার। বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষ্যে এবার দুই হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালান ৭৮ টন ৮৪০ কেজি নিয়ে ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি মাছ রপ্তানি হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির কাজ শেষ হবে।
তিনি আরও জানান, এদিন প্রথম ধাপে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ এবং দ্বিতীয় ধাপে ১১টি ট্রাকে ২৪ টন ইলিশ প্রবেশ করে ভারতে। সীমান্তে বাংলাদেশি ট্রাক থেকে ভারতীয় ট্রাকে আনলোডিং করে আজ রাতেই আমদানি করা ইলিশ পৌঁছে যাবে কলকাতা ও শিলিগুড়ির পাইকারি বাজারে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে এই ইলিশের আমদানি প্রক্রিয়া চলতে থাকবে। ২০১২ সাল থেকে দীর্ঘ কয়েক বছর বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে যে প্রক্রিয়া ছেদ পড়ে। দীর্ঘ সাত বছর পরে ২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার পুজোর উপহার হিসেবে ভারতকে ৫০০ টন ইলিশ। দুই হাজার ২০২০ সালে ১৪৫০ টন ইলিশ। এবং চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যে ধারাবাহিকতায় চলতি বছর ইলিশের প্রথম চালান ভারতে এলো। মনে করা হচ্ছে এই ইংলিশ কলকাতার খুচরা বাজারে ১৪০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিকোতে পারে। সীমান্ত থেকে আজ রাতেই ইলিশ কলকাতার পাতিপুকুর এবং হাওড়ার মাছের আড়ৎ এ। আগামীকাল সকাল থেকেই পদ্মার সুস্বাদু ইলিশ মাছের স্বাদ দিতে পারবে কলকাতাবাসী।
অন্যদিকে শিলিগুড়িতে ক্ষুদ্র বাজারে মাছ পৌঁছতে সময় লাগতে পারে আরও একদিন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রায় ৫২ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রত্যেকে ৪০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করবে ভারতে। আমদানি করবে ভারতের প্রায় কুড়িটি আমদানিকারক প্রতিষ্ঠান।