মালদায় বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

সংবাদ সারাদিন, মালদা: মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার জ্ঞান নগর এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম বিক্রম মণ্ডল বয়স(৫০) বছর। বাড়ি কাটিহারের গনেশতলা এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী মনজু মণ্ডল এক ছেলে ও এক মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রতুয়া থানার শেষপ্রান্তে রয়েছে বিহারের কাটিহার। আর কাটিহারের গনেশটোলায় ওই সাইকেল আরোহীর বাড়ি। প্রত্যেকদিনই রতুয়ায় কাঠের কাজ করে সাইকেলে করে বাড়ি ফিরতেন। গতকালকেও ফেরার সময় রতুয়া জ্ঞান তলা এলাকায় একটি বাইক ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। সেখানে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়ার গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। কিশোরী উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সাইকেল আরোহীর পরিবার সহ গোটা গ্রামে।

Spread the love