পূর্ব মেদিনীপুরে অতিবৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত ১, আহত ২

সংবাদ সারাদিন, ভগবানপুর: পূর্ব মেদিনীপুরে জেলার ভগবানপুর ১ ব্লকের দক্ষিণ কাঁকড়া গ্রামের মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধার উপর মাটির দেওয়াল চাপা পড়ে যায়। পরিবারের লোকেরা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই রাতেই অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। রাতেই তমলুক হাসপাতালে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধা জোৎস্না সাউ (৭১)। অপরদিকে, সৈকত নগরীর দিঘায় অতিবৃষ্টির ফলে বুধবার সকালে মাটির বাড়ি চাপা পড়ে গুরুতর জখম হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে দিঘা থানার বিলামুড়িয়া গ্রামে। আহত ওই দম্পতি তারা হলেন বিমল শীট ও তার স্ত্রী শঙ্করী শীট। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত উদ্ধার করে প্রথমে দিঘা জেনারেল হাসপাতালে ভরতি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান এলাকার জনপ্রতিনিধিরা। বুধবার সকালে ওই দম্পতি যখন ঘুমাচ্ছিলেন তখনই হুরমুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামনগর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র।

Spread the love