বারুইপুরে চন্দ্রবোড়া, গো সাপ, ও গন্ধগোকুল উদ্ধার করল বনকমীর্রা

সংবাদ সারাদিন, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রেঞ্জের বনকমীর্রা বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে প্রায় ৫ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ, একটি বিরল প্রজাতির গো সাপ, বাদর ও একটি গন্ধগোকুল। এদিন মালঞ্চ একটি কাঠ চেরায় মেশিন কাঠের ঝাপের মধ্যে বিষধর সাপটি দেখতে পায় স্থানীয় মানুষজন। তারা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বারুইপুর রেঞ্জের বনকমীর্রা এসে বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

এরপর বনকমীর্রা গড়িয়া মেন রোডের রাস্তার ধার দিয়ে একটি বিরল প্রজাতির গো সাপ উদ্ধার করে। এদিকে সোনারপুরে রামকৃষ্ণ পল্লী এলাকায় একটি বাড়ির মধ্যে একটি বাদরের বাচ্চা ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর রেঞ্জের বনকমীর্রা এসে বাচ্চা বাদরটিকে উদ্ধার করে নিয়ে যায়।এরপর বনকমীর্রা গড়িয়া বোড়াল এলাকা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করে।

বারুইপুর রেঞ্জ অফিসার নীলরতন গুহ জানান, একটি বিষধর চন্দ্রবোড়া সাপ, একটি গো সাপ, একটি বাদরের বাচ্চা, একটি গন্ধগোকুল উদ্ধার করে বনকমীর্রা।

Spread the love