শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে মিড ডে মিলের চাল খেল হাতি, চাঞ্চল্য ঝাড়গ্রামে

সংবাদ সারাদিন, ঝাড়গ্রাম: বুধবার ভোররাতে দুটি দাঁতাল হাতি তাণ্ডব চালায় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামে। ওই দুটি হাতির মধ্যে একটি হাতি পাঁচামি শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে প্রায় এক কুইন্টাল চাল খেয়ে সাবাড় করে দেয়। ওই চাল মিড ডে মিলের চাল হিসাবে শিশু শিক্ষা কেন্দ্রে রাখা ছিল। মিড ডে মিলের চাল শিশুদের নভেম্বর মাসের ৭ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাতি শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে চাল খেয়ে ফেলে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

ওই গ্রামের বাসিন্দা বিমল নায়ক বলেন, বারবার বন দফতরকে জানালেও হাতি তাড়ানো নিয়ে বন দফতরের ভূমিকা চোখে পড়েনি। প্রায় প্রতিদিন গ্রামে হাতি তাণ্ডব চালায় ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করে বলে তিনি জানান। কিন্তু তাকে বন দফতরের কোনো হেলদোল নেই। অবশেষে বুধবার ভোররাতে একটি দাঁতাল হাতি ওই গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে এক কুইন্টালের বেশি চাল খেয়ে ফেলেছে। তাই ওই এলাকার বাসিন্দারা বন দফতরের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে হাতি চাল খেয়ে সাবাড় করে দিলেও এখনো পর্যন্ত বন দফতরের কোন কর্মী ওই এলাকায় যায়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে যেভাবে হাতি তাণ্ডব শুরু করেছে তাতে ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। প্রতিদিন হাতি এলাকায় এসে তাণ্ডব শুরু করেছে তাই অসহায় অবস্থায় তাদের দিন কাটছে বলে তিনি জানান।

অপরদিকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাজ্য সড়কের রাস্তার উপর একটি ট্রাক দাঁড় করিয়ে খাবারের সন্ধান করছে একটি দাঁতাল হাতি। রীতি মতো ট্রাকের সামনে দাঁড়িয়ে প্রথমে হাতিটি খাবারের সন্ধান করে। এরপর ট্রাকের সামনের কাঁচ ভেঙে গাড়ির ভিতরে শুঁড় ঢুকিয়ে খাবরের সে খোঁজ করে। কিন্তু গাড়ির চালকের সামনে থাকা জলের একটি বোতল বের করে হাতিটি খায়। তবে হাতি সামনে চলে আসায় গাড়ির চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় তার কোন ক্রমে হাতির হামলার হাত থেকে রক্ষা পায়।তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Spread the love