জগৎবল্লভপুরে উদ্ধার কয়েকশো আধার কার্ড, শুরু রাজনৈতিক চাপানউতোর

সংবাদ সারাদিন, হাওড়া: মাঠ থেকে উদ্ধার হল বস্তা ভরতি আধার কার্ড। এই নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবার দুপুরে জগৎবল্লভপুরের শংকরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণপাড়ায় মাঠের মধ্যে থেকে উদ্ধার বস্তা ভরতি আধার কার্ড। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই বস্তায় প্রায় ৭০০টি আধার কার্ড ছিল। আজ দুপুরে পঞ্চায়েত কর্মীরা পাঁচিল গাথার সময় মাটি খুড়লে প্লাস্টিকের ব্যাগ ভরতি আধার কার্ড উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা খবর দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস এবং জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে ডোমজুড় রাস্তার ধারের ঝোপ থেকে উদ্ধার হয়েছিল ১৫০টি আধার কার্ড। পরপর এই ধরনের ঘটনা ঘটায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যেহেতু পোস্টাল ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের হাতে তাই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে হারাতে এই আধার কার্ড তৈরি হয়। এতে বিজেপির চক্রান্ত রয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছ।

Spread the love