খাবারের সন্ধ্যানে এসে ইলেকট্রিক শকে জলপাইগুড়িতে হাতির মৃত্যু

সংবাদ সারাদিন, জলপাইগুড়ি: ফের ইলেকট্রিক শকে হাতির মৃত্যু।লোকালয়ে খাবারের সন্ধ্যানে এসে প্রাণ গেল হাতির। বানারহাট ব্লকের মোগলকাটা রাভা বনবস্তিতে ঘটনাটি ঘটেছে। জলপাইগুড়ি বনবিভাগের তোতাপাড়া বিটের ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।হাতির মৃত্যুর পর ঘটনাস্থলে পৌঁছেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। ঘটনার তদন্ত শুরু করে বনবিভাগ।

জানা গেছে, জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাটের জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে চলে আসে ধান খাবার জন্য।হাতিটি তোতাপাড়া বিটের মোগলকাটা রাভা বনবস্তিতে ঢুকে পরে খাবারের খোঁজে। আর হাতির হানা থেকে ফসল বাঁচাতে স্থানীয় বাসিন্দারা ধানের জমিতে ইলেকট্রিক শক দিয়ে রেখেছিল। হাতি ধানের জমিতে ঢুকতেই ইলেকট্রিক শক লেগে মারা যায়। ঘটনার খবর পেয়েই গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি বনবিভাগ ও গরুমারা বন্যপ্রাণী বিভাগ। পাশাপাশি বানারহাট থানার পুলিশকেও ঘটনাটি জানানো হয়েছে।

জলপাইগুড়ি বনবিভাগের DFO মৃদুল কুমার জানান, হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ইলেকট্রিক শক বলে মনে করা হচ্ছে।

Spread the love