সংবাদ সারাদিন, সুন্দরবন: শীতের প্রথম মরসুমে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। আর সেই ছবি বন্দি হল পযটকদের ক্যামেরায়। এবার শুধু বাঘ নয়, পাশাপাশি হরিণ এবং কুমীর দেখতে পেলেন একদল পর্যটক। সোমবার সকালে জয়নগর থেকে একটি পর্যটকের দল কৈখালি থেকে সুন্দরবন ভ্রমনের জন্য রওনা দেয়। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ২৮ জনের পর্যটক দলটি যখন সুন্দরবন ভ্রমণ করছিলেন নবাঁকি জঙ্গল এলাকায়। সেইসময় নবাঁকি জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে নদীতে সাঁতার দিয়ে দোঁবাকি জঙ্গলে যায়। পাশাপাশি পর্যটক দলটি এদিন একাধিক কুমির আর হরিণ দেখতে পায়। এমন দৃশ্য স্বচক্ষে দেখে আনন্দিত পযটক দলটি।
পযটক দলটি জানান, সুন্দরবন ভ্রমণে এসে বাঘ, হরিণ আর কুমির দেখলাম। ফলে আমরা খুবই খুশি। তাছাড়া করোনা ভাইরাস অতি মহামারী এবং লকডাউনে ভাঁটা পড়ে ভ্রমণ পিপাসুদের মধ্যে। তবে আসতে আসতে সব কিছু স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি কোভিড বিধির নিয়ম কানুন মেনেই চলতে হচ্ছে।
এদিকে গত ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য সরকারি ভাবে ছাড়পত্র মিলেছে।পাশাপাশি চলতি শীতের মরশুম শুরুর প্রথম পর্যায়ে সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গল লাগোয়ায় এলাকা যে ভাবে দক্ষিণ রায়ের দেখা মিলছে, তাতে আশায় বুক বেঁধে সুন্দরবন ট্যুর ব্যবসায়ীরা।