রতুয়ায় জমি বিবাদ কেন্দ্র করে মা ও দুই মেয়েকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১

সংবাদ সারাদিন, রতুয়া: এক মহিলা ও তার কলেজ পড়ুয়া দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠল জমি বিবাদ কেন্দ্র করে। ঘটনা রতুয়া থানার পশ্চিম রুকুন্দীপুর গ্রামের। বর্তমানে মহিলা ও তার দুই মেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের জানা যায়, বছর তিনেক আগে থেকে পেশায় আশা কর্মী শাহানাজ পারভীনের সঙ্গে ৫ কাঠা জায়গা নিয়ে বিবাদ চলছে তার দেওর মীর আইয়ুব আলীর সাথে। শাহানাজ পারভীনের অভিযোগ স্বামী মারা যাওয়ার পর থেকে তাদেরকে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করছে তার দেওর ও তার ছেলেরা।গতকাল সন্ধ্যার সময় তার দেওর এবং তার ছেলেরা তাদের গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় দেওর এবং তার ছেলেরা বাস লাঠি দিয়ে মারধর করে তাদের তিন মা ও মেয়েকে। প্রথমে তিনজনকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মালদা মেডিকেল কলেজে রেফার করেন।

ঘটনায় অভিযুক্ত মীর আইয়ুব আলী এবং তার দুই ছেলে মীর একলাখ আলী ও মীর আজম আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে রতুয়া থানার। মীর একলাখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। বর্তমানে তিনজনই আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Spread the love